নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়?
Last Updated June 13, 2025
LAN
WAN
MAN
PAN
৪৬ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: WAN নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়। যেসব নেটওয়ার্ক দূরবর্তী স্থানসমূহের মাঝে করা হয়, তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন- রংপুর, সিলেট, নিউইয়র্ক এমন তিনটি শহরের মধ্যে যদি নেটওয়ার্ক স্থাপন করা হয়, তবে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হবে। এই নেটওয়ার্ক সিস্টেমে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয়। WAN-এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। WAN নেটওয়ার্ক সাধারণত ১০০ মাইলের বেশি দুরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ করতে পারে। *** জেনে রাখুন: নেটওয়ার্ক হলো এমন সিস্টেম যেখানে সবাই মিলে শেয়ার করা যায় বা একসাথে কাজ করা যায়। ভৌগোলিক বিস্তৃতি বা আকার ও বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক চার প্রকার। যথা: ১) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network-PAN); ২) লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network = LAN); মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network = MAN); ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network = WAN)।