ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
Last Updated December 26, 2024
HTML
Email
WWW
DWS
৪৬ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে WWW বলে । WWW এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)। একে সংক্ষেপে শুধু ওয়েব নামে অভিহিত করা হয়। ECRN (European Center for Nuclear Research) এর মাধ্যমে ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়েছে। পরবর্তীতে ১৯৯৩ সালে Mosaic নামক Web browser তৈরির পর হতে WWW এর বহুল ব্যবহার শুরু হয়। আর web browsing এ http (hyper text transfer protocol) ব্যবহৃত হয়। Web Browser এ ব্যবহৃত শব্দ সমূহ : http, URL, web page, home page, search, stop, refresh ইত্যাদি। ** জেনে রাখুন: এইচটিএমএল (HTML) ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি ল্যাংগুয়েজ। HTML এর পূর্ণরূপ হচ্ছে- Hyper Text Markup Language। E-mail এর পূর্ণরূপ হল Electronic Mail. এটি হলো Digital Messages. এখানে কাগজ কলম ব্যবহারের পরিবর্তে Keyboard, ফোন বা Computer ব্যবহার করা যায় । ই-মেইল Address লিখার সময় প্রথমে Custom Username লিখা হয় এবং @ এর পরে Domain Name লিখা হয়। যেমন – [email protected] । DWS ক্রিপ্টোকারেন্সি কয়েন হল একটি ডিজিটাল সম্পদ যা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। এটি Ethereum প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এবং এটি 2017 সালের ফেব্রুয়ারিতে তৈরি করা হয়েছিল৷