‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Last Updated November 8, 2025
বঙ্গদূত
জ্ঞানান্বেষণ
জ্ঞানাঙ্কুর
সংবাদ প্রভাকর
৩৬ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: ‘ইয়ংবেঙ্গল’ ডিরোজিও প্রভাবিত এক তরুণ মুক্তচিন্তক ছাত্রগোষ্ঠী। এরা সবাই ছিলো ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। এদের মধ্যে প্রধান কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র ও তারাচাঁদ চক্রবর্তী। ১৮ জুন, ১৮৩১ সালে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় ‘ইয়ংবেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে ‘সাপ্তাহিক জ্ঞানান্বেষণ’ পত্রিকাটি প্রকাশিত হয়। দক্ষিণারঞ্জনের পরে সম্পাদক হন রসিককৃষ্ণ মল্লিক ও মাধবচন্দ্র মল্লিক। তাঁরা ১৮৩৩ সালের জানুয়ারি মাসে পত্রিকাটিকে ইংরেজি-বাংলায় প্রকাশ করেন। ইয়ংবেঙ্গলদের নিয়ে মধুসূদন দত্ত রচনা করেন বিখ্যাত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা?’ ১৮২৯ সালে নীলমণি হালদারের সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক ‘বঙ্গদূত’ পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ ১৮৩১ সালের ২৮ জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। পরে ১৮৩৯ সালের ১৪ জুন এটি দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের মর্যাদা লাভ করে। ‘জ্ঞানাঙ্কুর’ ১২৮২ বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকাশিত হয়।
