মহাজাগতিক রশ্মির আবিষ্কারক–
Last Updated August 21, 2025
হেস
আইনস্টাইন
টলেমি
হাবল
৩৩ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হলো হেস। মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি বলে। কসমিক রে বা মহাজাগতিক রশ্মি মূলত বিভিন্ন কোয়াসার (Quasar), সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস, গামা রশ্মি বিচ্ছুরণ অথবা সুপারনোভা (Supernova) থেকে উৎপন্ন হওয়া উচ্চ শক্তিসম্পন্ন আহিত কণা (Charged Particles) যার মধ্যে প্রায় ৮৯% হলো আহিত প্রোটন কণা। মহাজাগতিক রশ্মি সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ভিকটর হেস। এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ** জেনে রাখুন: আপেক্ষিক তত্ত্বের জনক আইনস্টাইন। টলেমি চাঁদের সাথে পৃথিবীর সম্পর্ককে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। এডউইন হাবল একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার-আকৃতি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন।