কোনটি চৌম্বক পদার্থ?
Last Updated October 31, 2024
পারদ
বিসমাথ
অ্যান্টিমনি
কোবাল্ট
১৩ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: কোবাল্ট চৌম্বক জাতীয় পদার্থ । এটি লৌহ (Iron) এবং নিকেল (Nickel) এর মতোই একটি ফেরোম্যাগনেটিক ধাতু, যার মানে হলো এটি চুম্বকের মতো চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে পারে এবং নিজেও চুম্বকের প্রভাবের অধীন হতে পারে। কোবাল্ট সাধারণত স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। ** জেনে রাখুন: চৌম্বক পদার্থ হল সেইসব পদার্থ যেগুলো চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে আকৃষ্ট হয় বা নিজে চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করতে পারে। নিচে কয়েকটি সাধারণ চৌম্বক পদার্থের উদাহরণ দেওয়া হলো: লোহা (Iron), নিকেল (Nickel), কোবাল্ট (Cobalt), গ্যাডোলিনিয়াম (Gadolinium) (নিম্ন তাপমাত্রায় চৌম্বকীয় হয়ে ওঠে), স্টিল (Steel) (যা লোহার খাদ)। এগুলোকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়, কারণ এরা শক্তিশালী চৌম্বকীয় প্রভাব প্রদর্শন করে।