menu search
brightness_auto
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ | প্রশ্ন এবং উত্তর প্রদান করে আমাদের সাইট থেকে আয় করতে পারবেন | তাই দেরি না করে এখনই একাউন্ট করেন |

ব্যবহারবিধি

আমাদের সাইট ও সেবা ব্যবহারের নীতিমালা

সবজানো.কম অনলাইন ভিক্তিক একটি উন্মোক্ত প্লাটফরম। যেখানে আপনি অজানাকে জানার জন্য প্রশ্ন করতে পারেন। এটি একটি কম্যিউনিটি ব্যবস্থা যেখানে অভিজ্ঞ ব্যক্তিগন তাদের লব্দ জ্ঞান দ্বারা আপনার প্রশ্নের উত্তর বিশদভাবে দিতে পারেন যাহাতে আপনি সেই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারেন এমনকি কিছু ধারণা নিয়া নিজেই চিন্তা ভাবনা বিবেক বিবেচনা বা গবেষণা দ্বারা কল্যাণকর জ্ঞান অর্জন করতে পারেন। মানুষ মাত্রই নতুন বিষয়ে আগ্রহী। অজানাকে জানার আকাঙ্খা, আবিষ্কারের নেশায় সর্বোদা চিন্তা ভাবনা করে চলে । জীবনকে আরও সহজ ও নিজেকে জ্ঞানী করে তোলার জন্যই সর্বদা মানুষ প্রয়াস করে চলেছে। এই প্রয়াস কখনো কখনো শুধু নিজের চেষ্টা দ্বারা সম্ভব হয়ে ওঠেনা এই ছোট্ট জীবনে। তাই অপরের সাহায্য সহযোগীতা নিয়া সে আরও বেশি কিছু অর্জন করতে চাই। আর তাই নিজের অর্জিত জ্ঞান দ্বারা অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই প্লাটফরম একটি ছোট্ট প্রয়াস।

যেহেতু এখানে যথাসম্ভব, জ্ঞানী ব্যক্তিগণ বিশেষজ্ঞ হিসাবে উত্তর প্রদান করতে পারবেন তাই এখানকার কন্টেন্টগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তির হতে পারে। যেহেতু মানুষ মাত্রই ভুল করে তাই কোন ভুল একান্তই তথ্য প্রদানকারী ব্যক্তির উপর বর্তায়। একারনে আপনি কারও উপর দায়ভার চাপাতে পারবেন না।

আমাদের সার্ভিস অপনার বা কারও বাস্তব ব্যবহারের জন্য নয়। আমাদের সকল প্রকার সার্ভিস শুধুমাত্র আপনার বিনোদন তথা মনোরঞ্জনের জন্য। আপনি আমাদের সার্ভিস দেখতে, পড়তে, আমাদের কম্যিউনিটির সাথে আলোচনা করতে পারেন। আমাদের সার্ভিস আপনাকে কোন রুপ উপকার করল নাকি অপকার করলো সেই হিসাব আমাদের নয়। কারন আপনাকে আমাদের সার্ভিস গ্রহন করতে বলা হচ্ছেনা। আপনাকে এই মর্মে স্বীকার করে আমাদের সার্ভিস ব্যবহার করতে হবে যে, আপনি সেচ্ছায় ও নিজ দায়িত্বে আমার সার্ভিস নিচ্ছেন। আমাদের সার্ভিস কোন প্রকার ব্যবহার বা প্রাক্টিসের জন্য নয়। আমাদের সাইটে এসে সার্ভিস নিচ্ছেন, ফিরে যাচ্ছেন সব কিছু রেখেই, এই মর্মে প্রতিশ্রুতি বদ্ধ হয়ে আপনি আমাদের সাইট ব্যবহার করতে বাধ্য থাকিবেন। অন্যথা আমাদের সাইট আপনার জন্য নয়।

উত্তর পাবার ক্ষেত্রে বিশেষ বার্তা

যেহেতু আমাদের উদ্দেশ্য আপনার জিজ্ঞাসাকৃত বিষয়কে বিশদভাবে ব্যাখ্যা করা তাই আপনার প্রশ্নের উত্তর পেতে সময় লাগতে পারে। কোন কোন ক্ষেত্রে দুই থেকে তিনদিন বা এর চেয়েও বেশি সময় লাগতে পারে। সে জন্য নিয়মিত উত্তর চেক করুন। আর যদি অতি ছোট প্রশ্ন হয়ে থাকে তবে প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞগণকে মেসেজ করে জিজ্ঞাসা করুন।

রেজিস্ট্রেশন সংক্রান্ত নীতিমালা

১। আমাদের সকল প্রকার শর্ত মেনে ব্যবহার করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

২। আপনার সঠিক নাম ব্যবহার করুন। নিকনেম গ্রহনযোগ্য তবে যে নামে আপনাকে কেউ চেনেন না সেই নাম গ্রহনযোগ্য নয়।

৩। বিশেষ কিছু নাম ব্যবহার করা যাবেনা যেমনঃ কিউট পরি, সুন্দরী পরী, স্মার্ট বয়। ধর্মানুভূতিতে আঘাত করে এমন কোন নাম ব্যবহার করা যাবেনা। মানুষের নাম নয় এমন নামও ব্যবহার করা যাবেনা।

৪। নিজের নামের ক্ষেত্রে কোন অপঠনযোগ্য ক্যারেক্টার ব্যবহার করা যাবেনা তবে নাম আগেই কেউ নিয়ে থাকলে আপনি নামের শেষে সংখ্যা ব্যবহার করতে পারবেন।

৫। রেজিস্ট্রেশন করার পর আপনার নাম কোনরুপ সম্পাদনা করা হবেনা। আপনি অনুরোধ করতে পারবেন না। তবে কতৃপক্ষ যেকারও , যেকোন নাম সম্পাদনা করার অধিকার সংরক্ষন করে।(যদি নামে কোন অপ্রাসঙ্গিক, আপত্তিমুলক অথবা কোন অভিযোগ থাকে) ।

৬। আপনি কখনো আপনার একাউন্ট ডিলিট করতে চাইতে পারবেন না। কোন প্রক্রিয়ায় আপনি আমাদের সার্ভিস ব্যবহারে অস্বীকৃতি জানালেও তখন থেকেই আপনি ব্যবহার বন্ধ করতে পারেন তবে আপনার একাউন্ট বন্ধ করা হবেনা। এই মর্মে স্বীকার করেই একাউন্ট খুলছেন বলে স্বীকৃতিপ্রাপ্ত। তবে কতৃপক্ষ চাইলে যে কারও একাউন্ট মুছে ফেলার অধিকার সংরক্ষন করে।

৭। আপনার একাউন্টের কার্যক্রম নিয়মিত দেখা হতে পারে।

৮। আইনিবিধান ও সর্বশর্ত সংরক্ষিত পরিপূর্নভাবে স্বীকার করে একাউন্ট করছেন এবং আমাদের স্থায়ী ও অস্থায়ী সকল প্রকার আদেশ নিষেধ মেনে চলবেন মর্মে একাউন্ট করার অনুমতি দেয়া হল।

383,446 questions

375,429 answers

136 comments

1,238 users

79 অ্যাক্টিভ ইউজার
0 সদস্য 79 অতিথি
আজ ভিজিট : 172027
গতকাল ভিজিট : 227017
সর্বমোট ভিজিট : 55931953
এখানে প্রকাশিত প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোনপ্রকার আইনি সমস্যা সবজানো.কম বহন করবে না৷
...